জুয়া খেলতে নিষেধ করায় কলেজ ছাত্রকে মারধর
নিজস্ব প্রতিবেদকঃ
জমায়েত হয়ে জুয়া খেলতে নিষেধ করায় কলেজ ছাত্রকে মারধর করেছে চার জন জুয়াড়ি। জুয়াড়িরা হল পিচ্ছি রহিম (২৮), পল্টু (২৭) নুরা (২৫) এবং মানিক (২৩)। মঙ্গলবার সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
...