প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯ ৪:৩২ অপরাহ্ণ, সর্বশেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৯ ৪:৪৩ অপরাহ্ণ
প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশকে বাংলাদেশ অাওয়ামী যুবলীগের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।
অাজ শনিবার (২৩ নভেম্বর) সাড়ে ৩টায় যুবলীগের সপ্তম সম্মেলন থেকে এই তথ্য জানা যায়।
সম্মেলন সূত্রে জানা যায়, এবার যুবলীগের সভাপতি – সেক্রেটারি নির্বাচনে কোন ভোট হচ্ছে না। সমঝোতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুসারে সভাপতি, সেক্রেটারি ঘোষণা করা হবে। তবে এখনো সেক্রেটারির নাম ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি।